করোনা : রাজশাহী নগরীতে আরো ৭জনসহ মোট শনাক্ত ৩৮

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকায় নতুন করে আরো ৭জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগীয় শহর রাজশাহীতে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৮জন।

বৃহস্পতিবার রাজশাহীর দুইটি পৃথক ল্যাবে ১৯৮ জনে নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে মোট ৩০ জনের নমুনায় করোনা ধরা পড়ে। এর মধ্যে নগরীর ৭জন। অন্যান্যদের মধ্যে রাজশাহী জেলার দুর্গাপুরের ১, বাগমারার ১, চারঘাটের ১জন। এছাড়া নাটোর সদরের ২জন, চাঁপাইনবাবগঞ্জের ১জন, ঈশ্বর্দীর ১জন ও পাবনার ১৬ জন।

নগরীতে নতুন করে ৭জন আক্রান্তদের মধ্যে একজন রামেক হাসপাতালের ক্যান্সার থেরাপি ওয়ার্ডে কর্মরত সাইদ আহমেদ (৩৮), রাজশাহী ট্যাক্স অফিসের কম্পিউপার অপারেটর মেহেদী হাসান (৩১), বোয়ালিয়া থানা এলাকার মনোয়ারা সুলতানা (৬৫), রাজপাড়া এলাকার রাজিব সাহী (৩২) ও তানভির রাহমান আবীর (৩২), ২০ নম্বর ওয়ার্ডের সুলতান আহমেদ (৪০) এবং বেলদারপাড়া এলাকার ১২ বছরের শিশু তিশা।

স/রা