রাজশাহী থেকে বিনামূল্যে ঢাকায় আম যাবে

নিজস্ব প্রতিবেদক:


ক্ষুদ্র ও মাঝারি আমচাষীগণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তত্বাবধানে ডাক বিভাগের ট্রাকে বিনা মূল্যে ঢাকায় আম পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে।

আজ মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে পুঠিয়া থেকে জুম এপস এর মাধ্যমে উদ্বোধন করেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার।


আরও পড়ুন: রাজশাহীতে মেসের ভাড়ার বিষয়ে সর্বোচ্চ ছাড়া দেবে মালিকরা


 

এসময় উপস্থিত ছিলেন,  সচিব নুর উর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ। বিনা ভাড়ায় ঢাকায় আমি পরিবহনে আগ্রহী কৃষকগণকে নিজ নিজ উপজেলার ইউএনও ও উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হল।

স/আ