রাজশাহী থেকে কোরবানির পশু ঢাকায় গেলো ক্যাটেল ট্রেনে

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ১৪৫টি কোরবানির পশু নিয়ে ঢাকায় গেলো ক্যাটেল স্পেশাল ট্রেন। শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

জানা গেছে- চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০টি কোরবানির গরু ও চারটি ছাগল নিয়ে রওনা হয় ট্রেনটি। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ২০ টি গরু ও ৭টি খাসি তোলা হয় ট্রেনটির ওয়াগেনে। এছাড়া বড়ল ব্রিজ থেকে উঠছে আরও ২০টি গরু।

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চারটি কোরবানির গরু ঢাকায় স্বজনদের কাছে পাঠাচ্ছেন এমদাদুল হক বাবু। তিনি জানান, ‘তেজগাঁও স্টেশনে নামবে গরুগুলো। প্রতিটি গরুর ভাড়া হিসেবে তাকে দিতে হয়েছে ৫৯৬ টাকা। ট্রাকের তুলনায় সামন্য কম ভাড়া। তবে ট্রেনে গরু অসুস্থ্য হবার ও সড়ক দুর্ঘটনার সঙ্কা নেই চললেই চলে।’

পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ জানান, করোনাকালীন প্রান্তিক খামারিদের জন্য সল্প খরচে ঢাকায় কোরবানির পশু পরিবহন সরকারের ভালো উদ্যোগ। এই লক্ষ্যে প্রচার-প্রচারণা চালানো হয়েছিল। আগামীতে আরও বড় পরিসরে কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে কাজ করা হবে।

স/রি