রাজশাহী টার্মিনালের সামনে থেকে হারিয়ে যাওয়া বাসের সন্ধান মিলেছে সিরাজগঞ্জে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনালের সামনে থেকে গায়েব হওয়া বাসটির সন্ধান মিলেছে। শনিবার দুপুর ১২ টার পর সিরাজগঞ্জ -বগুড়া রোডের বোয়ালিয়া মোড় থেকে বাসটি উদ্ধার করা হয়।

রজনীগন্ধা নামের ওই বাসটি রাজশাহী-নাটোর রুটে চলাচল করে। বাসটির মালিক মাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে শিরোইল বাস টার্মিনালের সামনে থেকে বাসটি নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর পুলিশের সহযোগিতায় সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হয়। দেখা যায় লালন শাহ সেতু বা বঙ্গবন্ধু সেতু পার হয়নি বাসটি।

এর পর শনিবার সকালে সিরাজগঞ্জ থেকে একজন ব্যক্তি রাজশাহীর কাউন্টারে ফোন দিয়ে জানায়, সিরাজগঞ্জ-বগুড়া রোডের ধারে রজনীগন্ধা নামের একটি বাস দাঁড় করে রাখা হয়েছে। খবর পেয়ে তিনি রাজশাহী মহানগর পুলিশকে সাথে নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা করেন। দুপুর ১২ টার পর তিনি সেখানে পৌঁছে গাড়িটি সনাক্ত করেন। এরপর তিনি পুলিশের সহযোগিতায় বাসটি নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা করেন।

বসটির মালিক আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকেই চিহ্নিত করা যায়নি।

স/আর