রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন আরও ৬০ বন্দি

নিজস্ব প্রতিবেদক:
গত দুদিনে রাজশাহী কারাগার থেকে শর্তপূরণ সাপেক্ষে ৩৮জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। এছাড়াও আরও ৬০ জন বন্দি শর্তপূরণ করতে পারলে শীঘ্রই তাদের মুক্তি দেয়া হবে।
যাদের মুক্তি দেয়া হয়েছে তাদের সবারই এক বছরের সাজা হয়েছিল। এরা সবাই ৬ মাস বা তার অধিক সময় সাজা ভোগ করেছেন। আর যারা এখনো মুক্তি পাননি তাদের মধ্যে কারো কারো নামে অন্য মামলা রয়েছে। আবার কেউ জরিমানার টাকা পরিশোধ করেননি। তারা এখনই মুক্তি পাচ্ছেন না। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা আতঙ্কের কারণে কারাগারের বন্দি কমাতে লঘু অপরাধে সাজা ভোগ করা কয়েদিদের সাজা মওকুফের আবেদন জানানো হয়েছিল সরকারের নিকট। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দফায় ৯৮ জনের মুক্তির আদেশ আসে।
স/আর