নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কলেজে ছাত্রলীগ এবং ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় কলেজ অধ্যক্ষ হবিবুর রহমানকেও লাঞ্চিত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটি নিউজকে জানায়, দুপুর পৌনে ১২টার দিকে কলেজ চত্ত্বর হতে ছাত্রলীগের মিছিল বের করা হয়। মিছিল থেকে ছাত্রদলকে উদ্দেশ্য করে উস্কানীমূলক স্লোগান দেয়া হয়। এ ক্ষিপ্ত হয়ে ছাত্রদল কর্মীরা এগিয়ে এলে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ফুলার ভবনের পাশে বাগানে লাঠিসোটা নিয়ে প্রায় ২০ মিনিট দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। কলেজের শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা দিকবেদিক ছোটা শুরু করে।
পরিস্থিতি দেখতে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান সেখানে পৌছালে তিনিও লাঞ্চিত হন।
এছাড়াও এ ঘটনায় তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাত্রদল কর্মী আরজু সরকার এবং সম্মান কোর্সে ভর্তিচ্ছু আলী রয়েছে।
পরে আরজুকে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগের কর্মীরা। পুলিশ তাকে আটক করে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।
পরবর্তীতে শিক্ষার্থীদের নিরাপত্তায় সোমবারের ক্লাস বর্জনের ঘোষনা দেয়া হয়।
স/শ