নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক, বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০ তম ব্যাচের কর্মকর্তা ও রাজশাহীর প্রাক্তন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা মারা গেছেন।
আজ শনিবার (১ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে ভারতের মুম্বাই এর নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা। শনিবার (১ জুন) এক শোক বিবৃতিতে মরহুমা সাবিহা সুলতানার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এমপি।
শোক বার্তায় তিনি বলেন, সাবিহা সুলতানার মতো একজন কর্মকর্তার মৃত্যু রাজশাহী তথা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। দেশ ও মানুষের জন্য তার অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।