রাজশাহীর ৬০ জনসহ আরো ১১৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর দুইটি ল্যাবে পরীক্ষার পর আরো ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার (২ আগস্ট) ল্যাব দুটোতে মোট ২৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তদের মধ্যে ৬০ জন রাজশাহী জেলার এবং বাকি ৫৫ জন নাটোর জেলার। বিষয়টি নিশ্চিত করেছেন উভয় ল্যাবের কর্তৃপক্ষ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালের পিসিআর ল্যাবে রবিবার মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাতে ৪৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। শনাক্তদের মধ্যে গোদাগাড়ী উপজেলার ৩ জন, তানোরের ৪জন, রামেক হাসপাতালে চিকিৎসাধীন ১৬ জন এবং রাজশাহী নগরীর বিভিন্ন ওয়ার্ডে অবস্থানরত ২৬ জন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাব ইনচার্জ ডা. সাবেরা গুল নাহার জানান, রামেক ল্যাবে রবিবার ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। যেখানে ৬৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৫৫ জন নাটোরের আর ১১ জন রাজশাহী জেলার। রাজশাহী ১১ জনের মধ্যে ৬ জন মোহপুর উপজেলার, বাঘার ১জন ও বাকি ৪জ রাজশাহী নগরীর বাসিন্দা।

স/রা