রাজশাহীর সীমান্তে মাদক চোরাচালান রোধে নামছে বিজিবির চারটি এটিভি যান

নিজস্ব প্রতিবেদক : আধুনিক সীমান্ত সুরক্ষা এবং সীমান্তে মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে  বিজিবি সদর দপ্তর হতে রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি)এর অনুকূলে ৪টি এটিভি (অল টেরেইন ভেহিক্যাল ) বরাদ্দ দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি)এর অধীনে খানপুর ২টি এবং ১০নং পদ্মারচর বিওপিতে ২টি এটিভি দেওয়া হয়েছে।
বুধবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । ১বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান,  রাজশাহী সীমান্তে চর অঞ্চলে যেখানে পায়ে হেটে বা অন্য কোন যানবাহনে টহল কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় সেখানে তাৎক্ষণিক মা্দকদ্রব্যসহ অন্যান্য মালামাল চোরাচালান প্রতিরোধের একমাত্র উপযোগী যানবাহন হিসেবে এটিভি অত্যান্ত কার্যকারী একটি বাহন। এটিভি’র সুষ্ঠু ব্যবহার ও নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালানী মালামাল প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে। 
স/আ.মি