রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ীর নামে ফেসবুকের ভুয়া আইডিতে টাকা দাবি

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী শামসুর রহমান শান্তনের নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্নজনের নিকট টাকা দাবি করছে একটি চক্র। ওই ব্যবসায়ীরা ফেসবুক আইডি থেকে ছবি ডাউনলোড করে ভুয়া আইডি খুলে বিভিন্ন জনের নিকট থেকে টাকা দাবি করা হচ্ছে।
মোবাইলের নগদ একাউন্টের মাধ্যমে ওই টাকা দাবি করছেন প্রতারক চক্রটি। কারো নিকট ২৫০০, কারো নিকট ৩৫০০ বা তার চেয়েও বেশি টাকা দাবি করছে এ চক্রটি। বিষয়টি জানতে পেরে শামসুর রহমান শান্ত তার ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে একটি সতর্কতামূলক পোস্ট করেন।
তাতে তিনি লিখেন-
সাবধান! সাবধান! সাবধান!!!
প্রিয় বন্ধুরা, আমার একাউন্টের প্রোফাইল পিকচার হ্যাক হয়েছে! আমার প্রোফাইল পিকচার ব্যবহার করে অনেকের কাছে টাকা চাচ্ছে! আমার নাম করে যদি কেউ কিছু চাই তাহলে না দেবার জন্য অনুরোধ করছি এবং কোন প্রকার লেনদেন না করার জন্য অনুরোধ করছি। আমি অতি দ্রুত এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।