রাজশাহীর বাসিন্দা জনস্বাস্থ্য ও পুষ্টি সেলের পরিচালক মাসুদ করোনায় মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর রাজশাহীর কৃতি সন্তান বিশিষ্ট নজরুল গবেষক ও গল্পকার বাংলাদেশ বেতারের উচ্চপদস্থ কর্মকর্তা আমানুল্লাহ মাসুদ হাসান শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
তিনি করোনায় আক্রান্ত হয়ে কয়েকদিন যাবত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ১৯৬১ সালের ১ মার্চ রাজশাহী নগরীর খোজাপুর মহল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতা মোহা: মসিরউদ্দীন মোল্লা ছিলেন রাজশাহী বেতারের অনুষ্ঠান উপস্থাপক। বাংলাদেশ বেতারের জনসংখ্যা পুষ্টি সেলের পরিচালক আমানুল্লাহ মাসুদ হাসান ছিলেন একাধারে কবি, গল্পকার, নজরুল গবেষক ও সাংবাদিক। ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি।
স.আর