রাজশাহীর দুই ল্যাবে আজ যাদের করোনা শনাক্ত হলো

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে চিকিৎসক আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রবিবার। তাতে ৩৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে আজ রাজশাহী দুই ল্যাব মিলে করোনা শনাক্ত হলো ১১৮ জনের। যার মধ্যে ৬৬ জনই হলেন রাজশাহী নগরী বাসিন্দা।

রামেক হাসপাতাল ল্যাবে শনাক্ত হওয়া ৩৬ জনের মধ্যে নগরীর বাসিন্দা ৩৫ জন এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁর বাসিন্দা।

তারা হলেন, হাসপাতালের চিকিৎসক আব্দুল মালেক (৪৬), হাসপাতালের সাহেদা ইয়াসমিন (৪০), রবিউল ইসলাম (৪২), শফিকুল ইসলাম ((৩৯), রামেক হাসপাতালের চিকিৎসকের মেয়ে আলিফা ফাহজিয়া (১৩), চিকিৎসক আব্দুল্লাহ (৩৯), চিকিৎসক আরেফিন কবির ((৩৪), চিকিৎসক আবু সােইদ (৩৪), রেডিওলোজি বিভাগের হুমইরা ((৪৮), সনিয়র স্টাফ নার্স আক্তার খাতুন (৩৮), হাসপাতালের উম্মাহুল (৩৪), হাসপাতালের ২০ নম্বর ওয়ার্ডের লায়েব উদ্দিন (৫০), ২৯ নম্বর ওয়ার্ডের বেলাল হোসেন (৫০), হাসপাতালের রোগী নওগাঁর বাসিন্দা শাহজাহান হোসেন (৫৩), নগরীর কেসবপুর এলাকার বাসিন্দা আবু নোমান (৫৯), আনিকা (১৭), মোস্তফা কামাল (৫০), আনকন (৭), রাবেয়া খাতুন (৪১), নগরীর বহুতল ভবন শুভেচ্ছা নিবাসের বাসিন্দা হাফসা (১০), জাহিদা (৪১), কামরুজ্জামান (৪১) ও আদিবা (৭), হস্নিগঞ্জের মনিরা সুলতানা (৪৬), তরুণ কুমার (৫৮), রাজশাহী র‌্যাব-৫ এর সদস্য গৌতম (৩০) ও শাহজাহান (৩১), মহিষ বাথান এলাকার রুনা লায়লা (৩০), নগরীর রানী বাজার এলাকার তৌহিদুল আলম (৭৩) মায়মিন (৫), সায়মা সুলতানা (৩০), লায়লা শারমিন (৩০), কারিম খাতুন (৩৫), দেলরাজ বানু (৫৭), কলাবাগান এলাকার শাহজাহান (৬৬) ও দাশপুকুর এলাকার নারগিস পারভীন (৪৭)।

এদিকে রামেক ল্যাবে শনাক্ত হওয়া রাজশাহীর বাসিন্দারা হলেন-

রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার হুমায়ুন কবির (২১),বাইজিদ আলম (২৮), জয়দেব কুমার(৩৫), মোঃ সানোয়ার হোসেন (৫৫), সালাউদ্দিন আহমেদ(৩৫), সিমা আক্তার(৩০), জামির হোসেন(২১), জাহিদুল ইসলাম(৩০), ফারুক হোসাইন(৩০),আসমা খাতুন(২৩), মোঃ খোকন(২২), মোহাম্মদ ইয়াহিয়া খান(৫০), মোঃ জাফর আলী(৩০), ফাহিমা বেগম(৪০),আসিরুল হক(৩৫), মোসাঃ হুমায়রা বেগম(২৯),মোঃ সালাউদ্দিন(৪৮),আবুল হাসান রনি(৩২), ফিরোজা(৫০), ডাক্তার হারুন(৫৪), আফরান ওয়াসিফ(১০), আফসানা তানজিন(২৬), মিজানুর রহমান(৪৮), জান্নাতুল মাওয়া(৪৫), শহিদুল ইসলাম(৩২), মোস্তাফিজুর(৫২), ইভা(২২), কোহিনুর(৩৬), মাহফুজ (৫০),এস এম মাহফুজ(৩৮) ও আলী হোসেন(৬৬)।

রাজশাহী গোদাগাড়ী উপজেলার নিলয়(২২), রিদওয়ানুজ্জামান(১৪),অনামিকা ইসলাম(১৩), আতিকুর রহমান(১৬), ইউসুফ(৪০)।
রাজশাহী পবা উপজেলার মৌসুমী(২৩), আব্দুল হোসেন(৫৭), পারভীন আক্তার(৪৯), মশিউর(৫৪), মজিবর(৬০), জাহিদুল(৩২), মাহমুদুর(৩০), খোরশেদ(৩৭) ও আশিকুর (২৪)।
রাজশাহী তানোর উপজেলার এস মোস্তারী (৩৭)।
নাটোর সদর উপজেলার রেজাউল ইসলাম(২৫) জাকির হোসেন(৪৫), রুবেল(৩৬) রাকেশ(৩৫), রাতিকা আনজুম(২৪), ওয়াসিম আলী(২৫), রবিউল(২৮), গৌতম(৪০),সাদিকুল(৫০), মাহফুজ(৩০), রোউফ(৪১), মাসুদ রানা(৩৫) ও নাটোর লালপুর উপজেলার হাবিবুল্লাহ(৫৫)।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সোহেল রানা(৩১),মাসুদ(৩২), আজিনা(৫০), সাদেক আলী(৫৫), সুমি(৩৩), আবু সায়েদ(৫২), সুমন(৪০), শরিফা(৫২), এ মান্নান(৫২), রাবেয়া(২৮), নাঈম(২০), ইসমাইল(২৭), মৌসুমী(২৬), ইরফান(৩০), রুবেল(৩৫), মোওতাসিন বিল্লাহ(১৮), ডাক্তার শামসুল আলম(৩২), নূর মোহাম্মদ(৩৮), তহিনুর(৩৩), মাসুদ(৪২), নিশাত(২৬)।
স/আর