রাজশাহীর অর্ধশতসহ রামেক ল্যাবে আজ ৬৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে রাজশাহীর অর্ধশতসহ ৬৬জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ শনিবার ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬৬ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে রাজশাহী জেলা্রই আছেন ৫০ জন। যার মধ্যে নগরীর ২১ জন। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ৩ জন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১ জন এবং র‌্যাব-৫ এর ১ জনের করোনা পজিটিভ এসেছে।

আর জেলার অন্য আক্রান্তদের মধ্যে পবা উপজেলার  ১৩ জন,  মোহনপুরের ৪, তানোরের ৫ এবং গোদাগাড়ীর ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাকি নমুনাগুলোর মধ্যে নাটোরের ১৩ জন ও  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩ জনের  করোনা শনাক্ত হয়েছে। আর নাটোরের আক্রান্তদের মধ্যে সদরের ২, বড়াইগ্রামের ৮ জন,  গুরুদাসপুরের ২জন ও বাগাতিপাড়া উপজেলার ১ জন।

এদিকে রাজশাহী নগরীতে নতুন আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেলায় মোট ৫০ জন করোনা শনাক্ত হওয়ায় এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৬২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২২ জন। মারা গেছেন ৭ জন। নগরীতেই করোনা রোগী বেড়ে হলো ১১৭৭ জন।

এছাড়া নাটোরের ১৩ আক্রান্ত হওয়ায় এখন আক্রান্তের সংখ্যা হলো ২৯৪ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৩ আক্রান্ত হওয়ায় সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৭ জনে ।

তবে রামেক হাসপাতাল ল্যাবের রিপোর্ট পাওয়া গেলে এ সংখ্যা আরও বাড়বে। শুক্রবার পর্যন্ত রাজশাহী জেলায় আক্রান্তের সংখ্যা ছিলো ১৪৬৯ জন। সেখানে গতকাল রাতে বেড়ে দাঁড়ায় ১৫১২ জন।

স/অ

আরো পড়ুন …

করোনা : রাজশাহী বিভাগে একদিনে আরো ৩জনের মৃত্যু, শনাক্ত ২১৬