রাজশাহীমুক্ত দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে আজ শুক্রবার রাজশাহীমুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে রাজশাহী পাক হানাদার মুক্ত হয়। বিকেলে রাজশাহী প্রেসক্লাব এবং জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে চার মুক্তি যোদ্ধাকে সন্মাননা প্রদান করা হয়। ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান, কলামিস্ট প্রশান্ত সাহা, মুক্তিযোদ্ধা অনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দিন মিন্টু।

সমাবেশে মুক্তিযোদ্ধা ডা. শাহাদাৎ হোসেন রওশন,, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এবং শহীদ মুক্তিযোদ্ধা নুর ইসলাম ঠান্ডু এবং প্রয়াত মুক্তিযোদ্ধা সাংবাদিক ওবায়দুর রহমানকে সন্মাননা দেয়া হয়।