রাজশাহীতে ২৯ মিলিলিটার বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে ২৯ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। আজ বুধবার (২৯ সেপ্টম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হালেন।

তিনি জানান, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বৃষ্টি শুরু হয়। এসময় দুই দিনে ২৯ মিলিলিটার বৃষ্টিপাত হয় রাজশাহীতে। এরমধ্যে মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত ১৫ দশমিক মিলিলিটার বৃষ্টিপাত হয়।

এছাড়া আজ বুধবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১৪ দশমিক ৪ মিলিলিটার বৃষ্টিপাত হয়।

তিনি বলেন, আকাশে মেঘ আছে তাই কখন গুড়ি গুড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এমন অবস্থা দিনভর থাকতে পারে।