নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে গত ২৪ ঘন্টায় ৫৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজশাহী সিভির সার্জন ডা. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি এক বিজ্ঞপ্তিতে জানান, গত ১ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মোট ৯৯৭ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে। এর মধ্যে ১৪ দিন পূর্ণ হয়ে যাওয়ায় ৫০৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় আরও ৫৭ জনকে কোয়ারেন্টিনে আনা হয়েছে।
নতুন যে ৫৭ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে এদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকারই ১৩ জন। এর বাইরে জেলার বাঘায় উপজেলায় ১০ জন, চারঘাটে ৯ জন, দুর্গাপুরে ৭ জন, মোহনপুরে ১১ জন ও গোদাগাড়ীতে ৭ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে।
এদের মধ্যে প্রতিবেশি দেশ ভারত এসেছেন থেকে ৪৫ জন, সৌদি আরব, মালেশিয়া, ব্রুনাই, আমেরিকা, আলজেরিয়া থেকে ১ জন করে এসেছেন।
এছাড়া ঢাকা থেকে রাজশাহীতে ফিরেছেন আরো ৭ জন।
এদিকে বিদেশ থেকে কেউ আসার পর১৪ দিন বাইরে ঘোরাফেরা করতে পারবেন না। হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। সরকারি নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক।
স/আ