রাজশাহীতে ২৪ ঘন্টায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে গত ২৪ ঘন্টায় ৪১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আজ বুধবার (২৩ সেপ্টেম্বর)  সকাল নটায়৩৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইমলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগামি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে। তার পরে আকাশ পরিস্কার হয়ে যাবে আশা করা যাচ্ছে।

জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে কয়েকদিন ধরে দেশের প্রায় সব জেলাতেই বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারি বর্ষণেরও খবর মিলেছে।

এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের ২০টি অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। সেসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

স/আ