রাজশাহীতে ১১২ মিলিমিটার বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে মঙ্গলবার মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল থেকে অবিরাম বৃষ্টি ঝরেছে।  এতে স্বস্তিও ফিরেছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বর্ষণ হয়েছে। এতে রাজশাহীতে ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক দেব কুমার মৈত্র বিষয়টি নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার (২০ জুলাই) সকাল সাড়ে আটটায় বৃষ্টি শুরু হয় সাড়ে ১২ টায় শেষ হয। এসময় ১১১ দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা এবছরের সর্বোচ্চ বৃষ্টিপাত।

তিনি আরো জানান, আকাশে মেঘ গড়াগড়ি খেলছে যেকোনো সময় বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

স/জে