রাজশাহীতে স্বস্তির বৃষ্টি


নিজস্ব প্রতিবেদক:

অবশেষে রাজশাহীতে স্বস্তির বৃষ্টি দেখা মিলেছে। স্বস্তির এই বৃষ্টিতে ভ্যাপসা গরম কিছুটা কমেছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে রাজশাহীর বেশি কিছু এলাকায় বৃষ্টিপাত হয়েছে। এসময় দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে রাজশাহীর আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রেজানুল হক জানান, বিকেল ৫টা ১০ মিনিটে বৃষ্টিপাত শুরু হয়। রাত ৮ টা পর্যন্ত দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আকাশে মেঘ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ। এছাড়া সকালে বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ।

তিনি বলেন, বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমে। যেহেতু বৃষ্টিপাত হয়েছে, তাতে ধারণা করা যাচ্ছে তাপমাত্রা করতে পারে। এছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি ও সর্বন্মি তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি।

এস/আই