রাজশাহীতে সাড়ে তিন হাজারের কাছাকাছি করোনা আক্রান্ত রোগী

নিজস্ব প্রতিবেদক:

ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে রাজশাহী আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলা সাড়ে তিন হাজারের কাছাকাছি অবস্থানে রয়েছে করোনা রোগীর সংখ্যা। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তিন হাজার ৪১৭ জন। এর মধ্যে শুধু নগরীতেই আক্রান্ত হলো দুই হাজার ৫৭৬ জন। এদের মধ্যে মারা গেছেন ২৮ জন। যার মধ্যে নগরীর ১৫ জন। নগরীতে এবং জেলায় এখন প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

এদিকে জেলা সিভিল সার্জন অফিস থেকে রাজশাহী নগরীসহ জেলার ৯টি উপজেলার করোনা আক্রান্তের যে চিত্র ফুটে উঠেছে, তা সিল্কসিটি নিউজের পাঠকেদের জন্য তুলে ধরা হলো

রাজশাহী সিটিকর্পোরেশন এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৮৬৯ জন, হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্রের সংখ্যা ৮৬৯ জন। এখন পর্যন্ত করোনা পজিটিভ  ২৫৭৬জন। হোম আইসোলেশন ১২৭৬জন (তারা সকলেই করোনা পজিটিভ) মারা গেছেন ১৩ জন।  সুস্থ  ১২৮৭ জন। 

জেলার বাঘায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৩১২ জন, হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্রের সংখ্যা ৩১২ জন, বর্তমানে কোয়ারেন্টাইন শূন্য করোনা পজিটিভ ৭২ জন, আইসোলেশন ৫১ এবং মৃত্যুর সংখ্যা জন। সুস্থ ২০জন।

আরও পড়ুনরাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারসহ আজ ৪জনের করোনা শনাক্ত

জেলার চারঘাটে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১১৮ জন, হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্রের সংখ্যা  ১১৮ জন এব বর্তমানে কোয়ারেন্টাইন শূন্য। উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৩। আইসোলেশনে ৫৭জন। মৃত ২ এবং সুস্থ ৩৪ জন।

পুঠিয়ায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১৭৯, ছাড়পত্রের সংখ্যা ১৭৯ জন, করোনা পজিটিভ ৭৬ জন, সুস্থ্য ২১ জন আইসোলেশনে ৫৪জন।

দুর্গাপুর এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৯২, ছাড়পত্রের সংখ্যা ৯২ জন, করোনা পজিটিভি ৫৮ জন এবং আইসোলেশনে ৩৭জন, সুস্থ ২১ জন।

বাগমারায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৯৬ জন, ছাড়পত্রের সংখ্যা ৯৬ জন, করোনা পজিটিভ ৬৮জন, আইসোলেশনে ১৩ জন এব সুস্থ্য হয়েছেন জন।

মোহনপুরে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৯৭ জন, ছাড়পত্রের সংখ্যা ৯৭ জন, করোনা আক্রান্ত ৯৫ জন, আইসোলেশন ৩৯ জন এবং সুস্থ্য ৫৫ জন, মারা গেছেন একজন

তানোরে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১৮৮ জন, ছাড়পত্রের সংখ্যা ১৮৮ জন, করোনা আক্রান্ত ৮৭ জন এবং আইসোলেশনে ২৯ জন, সুস্থ ৫৮ জন।

পবায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৪১ জন, ছাড়পত্রের সংখ্যা ৪১ জন, করোনা পজিটিভ জন, হোম আইসোলেশনে জন সুস্থ্য জন (ঢাকা হতে শনাক্তকৃত ১জন)

পবায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৪১ জন, ছাড়পত্রের সংখ্যা ৪১ জন, আক্রান্ত ২১২ জন, আইসোলেশনে ১১৭ জন, সুস্থ ৮৮ জন। মারা গেছেন ৭ জন। 

গোদাগাড়ীতে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৬২ জন, ছাড়পত্রের সংখ্যা ৬২ জন, আক্রান্ত ৮০ জন, আইসোলেশনে ৫৪জন। সুস্থ হয়েছেন ২৩ জন এবং মারা গেছেন ৩ জন। 

 

/আর