রাজশাহীতে সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত দোকান খোলা যাবে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত সীমিত আকারে দোকান খোলা যাবে বলে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক হামিদুল হক এ নির্দেশনা দেন। তবে আন্তঃজেলা/উপজেলায় লকডাউর কঠোরভাবে মানতে বলা হয়েছে।

এদিকে রাজশাহী শহর এখনো করোনামুক্ত হলেও রাস্তায় এবং বিপনি বিতানে ভিড় বাড়ার ফলে দেখা দিয়েছে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আতঙ্ক।

করোনা আতঙ্কের কারণেই রাজশাহীতে ঈদের আগে দোকানপাট বা বিপনি বিতান না খোলার নির্দেশনা দেয়া হয়েছিল গত ৯ মে। কিন্তু ব্যবসায়ীদের চাপে শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় প্রশাসন।

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক জানান, সামাজিক দূরুত্ব নিশ্চিত করা সাপেক্ষে হাটবাজার, দোকানপাট, বিপনি বিতান, ব্যাংক, অফিস সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা রেখে কার্যক্রম চালানো হচ্ছে।

এদিকে কোরনা ছড়িয়ে পড়া রোধে দোকানপাট খোলা নিয়ে সিদ্ধান্ত দিতে রাসিক মেয়রের দপ্তরে অনুষ্টিত সভা কোনো সিদ্ধান্ত ছাড়ায় শেষ হয়েছে। আজ বিকেল থেকে ওই সভা শুরু হয়। চলে রাত নয়টা পর্যন্ত। কাল বিকেলে আবার এই সভা বসবে।

স/আর

আরও পড়ুন:

রাজশাহীতে বাড়ছে ভিড়, সাথে করোনা আতঙ্ক