রাজশাহীতে শেষ রাতে বৃষ্টির সম্ভাবনা- আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে শেষ রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে রাজশাহীর আবহাওয়া অফিস। অবহাওয়া অফিস বলছে, আকাশে মেঘ থাকায় বেড়েছে তাপমাত্রা। ফলে কমেছে শীত।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শহিদুল ইসলাম বলেন, বুধবার (২০ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৩ দশমিক ৮ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩০ দশমিক ৮ ডিগ্রি।

এদিন, সকালে বাতাসের আদ্রতা ছিলো ৯৮ দশমিক ৮ শতাংশ ও সন্ধ্যায় ছিলো ৮৬ শতাংশ।

তিনি আরও বলেন, কুয়াশার কারণে দিনে অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিলেছে। তবে আকাশে মেঘ না থাকলে তাপমাত্রা কমতো। এতে শীত আরও বাড়তো। আকাশে মেঘ রয়েছে। ধারনা করা হচ্ছে, শেষ রাতের দিতে বৃষ্টি হতে পারে।

স/রি