মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে শিবির নেতা হত্যা: সাবেক মেয়র লিটনসহ আসামি ১২শ’

Paris
আগস্ট ২০, ২০২৪ ১:১৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়  শিবির নেতা রায়হান আলী হত্যাকাণ্ডের ঘটনায় রাজশাহী সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র এএইচম খায়রুজ্জামান লিটনসহ ১২শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়ার করা হয়েছে। সোমবার রাতে রাজশাহীর মহানগর বোয়ালিয়া মডেল থানায় এ মামলাটির দায়ের করেন আন্দোলনের সমন্বয়ক রানা ইসলাম।

মামলায় ৫০ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১২০০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। নগরীর বোয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর কিছুক্ষণ আগে রাজশাহী মহানগরে আলুপট্টি এলাকায় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপরে গুলি ও বোমা বিস্ফোরণ করেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা। ওই হামলায় ঘটনাস্থলায় একজন নিহত হন এবং আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রায়হান আলী।

মামলার অন্য আসামীদের মধ্যে রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আহমেদ লিমন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রফি কুমার ঘোষসহ প্রমুখ।

মামলায় বাদী উল্লেখ করেন, বাদী রানা ইসলাম (২১), পিতাঃ মোঃ মুসলেম আলী, আর মঙ্গল পাড়া, ডাকমঙ্গল পাড়া থানা: পুঠিয়া জেলাঃ রাজশাহী আপনার নিকট এই মর্মে লিখিত অভিযোগ করিতেছি যে, পত৫/৮/২০১৪ ইং তারিখ বেলা ১২.০০/ ১২:৩০ ঘটিকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী ইউনিটের পক্ষেআমার ভাই,মোঃ রায়হান আলী (২৭), পিতাঃ মেছ মুসলেম উদ্দিন, গ্রাম মঙ্গল পাড়া, থানার পুঠিয়া জেলারাজশাহী, ছাত্রঃ ICMAB, রাজশাহী সহ ১ মারুফ মর্তুজা, পিতাঃ বেলাল হোসেন, শ্রীপুর, নওহাটা, পৰা,রাজশাহী, ২. খাইরুল ইসলাম, পিতা ফজলুর রহমান রহমান, দেলুয়াবাড়ী, রাজশাহী ৩. ইব্রাহীম আলী, পিতাঃমোক্তার হোসেন, আলীগঞ্জ কাশিয়াডাঙ্গা, রাজশাহী, 8. মোঃ মারুফ অল হাসান, পিতাঃ মোঃ আলী হোসেন,ঠিকানাঃ রাজারহাতা, বোয়ালিয়া, ৫. জসিম উদ্দিন, পিতাঃ জালাল উদ্দিন, ভাড়ালীপাড়া, শাহমখদুম, রাজশাহী, ৩.মোঃ মেহেদী হাসান, পিতা মোঃ আব্দুল মান্নান, ডিমের ডাইং, দামকুড়া, রাজশাহী ৭. রুবেল আলী, পিতাঃ মোঃহারু শেখ শেখের চক, আদি মাঠ, বোয়ালিয়, রাজশাহী, ৮. গোলাম মর্তুজা, পিতার মৃত. আব্দুললতিফ, হেতেম খাঁ, বোয়ালিয়া, রাজশাহী ৯. সালাহউদ্দিন, পিতাঃ আকতারুজ্জামান, গাজীবাড়ী, করা, খুলনা,১০. মাহমুদুল হাসান, পিতাঃ মমিনুর রশিদ, ভায়া লক্ষীপুর, বাকরা, চারঘাট, রাজশাহী, ১১. রনি আহম্মেদ, পিতাঃআব্দুল কুদ্দুস, মির্জাপুর, লালপুর, নাটোর, ১২ তৌহিদুর রহমান সুইট, পিতাঃ এস এম খলিলুর রহমান,তেরখানিয়া সেনানিবাস, রাজপাড়া, রাজশাহী, ১৩, আব্দুর রহিম, পিতা রফিকুল ইসলাম, পূর্ন লক্ষনপুর, নাচোল,চাঁপাই নবাবগঞ্জ, ১৪. মোঃ হাসিবুর রহমান, পিতাঃ মৃত. ফজলে রাব্বি, ঠিকানাঃ মানরি, গোদাগাড়ী, রাজশাহী,১৫. মোহাঃ শামীম উদ্দিন, পিতাঃ নজরুল ইসলাম, নামো জগন্নাথপুর, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ, ১৩. দুরুজ্জামান,পিতা: হাবিবুর রহমান, তালুক পুকুর, খড়খড়ী, পবা, রাজশাহী, রাজশাহী সহ প্রায় ২ হাজার জনতা রাবিশ্ববিদ্যালয়ের নিকট তালাইমারী মোড় হইতে মিছিল লইয়া রাজশাহী শহরের দিকে রওনা দেয়। এই সময়তাহাদের নিকট খবর যায় যে, আসামী ১। এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন মেয়র (৬৫), রাজশাহী সিটিকর্পোরেশন এর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ এর অন্যান্য অঙ্গসংগঠনের সন্ত্রাসী ও মাস্তান বাহিনী রাইফেল, পিস্তল, রিভলবারসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র, ককটেল এবং দেশীয় অৱরামদা, চাপাতি, হাসুরা ইত্যাদি অসন্ত্রে সুসজ্জিত হইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী ও তাহাদেরসমর্থকদের হত্যা করিবার উদ্দেশ্যে আগামী ২. ডাবলু সরকার (৫২), পিতাঃ মৃত আব্দুর রশিদ সরকার,আলুপট্টি, কুমারপাড়া, রাজশাহী, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ, রাজশাহী মহানগর ৩. মোঃ জহিরুল হক রুবেল(৪৩), পিতঃ মৃত আব্দুর রাজা, চণ্ডিপুর, রাজশাহী, যুবলীগ নেতা ৪. মাহমুদুল হাসান রাজীব (৪২), পিতাঃরফিক হাজী, রাজারহাতা, রাজশাহী, সাবেক ছাত্রলীগ রাজশাহী মহানগর সেক্রেটারি, ৫. বাপ্পী চৌধুরী রনি (৪২),পিতাঃ আব্দুল খালেক, পুলিশ লাইন, রাজশাহী, ৪ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি, ৬. ফরহাদ হোসেন বিপ্লব (৩০),পিতাঃ রাহেল হোসেন,পূর্ব বুধপাড়া, মেহেরগুপ্তি, সভাপতি, মতিহার থানা, যত্রলীগ, ৭. রাসিক দত্ত (৩০), পিতাঃ কিশোর দত্ত, মকবুল হলনারের মোড়, বোগাড়া, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী, সভাপতি, বাংলাদেশছাত্রলীগ, রাজশাহী কলেজ, ৮. তৌরিদ আन মসুদ রনি (৪৫), পিতাঃ অমাত, ঠিকানাঃ উপশহর,দরিখরবোনা,রাজশাহী,রাজশাহী যুবলীগ সাধারন সম্পাদক, ৯. রকি কুমার ঘোষ (৪০), পিতাঃনিশক চন্দ্রঘোষ, ঘোষপাড়া, বোয়ালিয়া, রাজশাহী, সাবেক রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি, ১০. রোজেল (২৮), পিতাঃসামরুল, পাচানি মাঠ, বোৱালিয়া, রাজশাহী, ২৩ নং ওয়ার্ড সভাপতি, আওয়ামীলীগ, ১১. আসাদুল্লাহ আল গালিব (২৮), পিতাঃ মৃত, আহম্মদ আলী, প্রসাদপুর বাজার, মান্দা, নওগাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সেক্রেটারি,১২. নাহিদ আক্তার নাহান (৪৫), পিতাঃ মোয়াজ্জেম ফকির, গোলজারবাগ, গুড়িপাড়া, রাজশাহী, যুবলীগ নেতা ১৩. আনোয়ার হোসেন আনার (৫০), পিতাঃ আব্দুল গাফফার, তেরখানিয়া রাজপাড়া, রাজশাহী, ১৪ নং ওয়ার্ডকমিশনার, ১৪, জেজু সরকার (৪৮), পিতাঃ মৃত আব্দুর রশিদ, কুমারপাড়া, রাজশাহী, ১৫. আরমান (৫৫),পিতাঃ অপ্রাপ্ত, ঠিকানাঃ থরবোনা, পঞ্চবটি, রাজশাহী, ২৪ নং ওয়ার্ড কমিশনার, ১৬. ডাঃ সিরাজুম মুবিন সবুজ (৩০), পিতাঃ নজরুল ইসলাম, লক্ষীপুর বাকির মোড়, রাজশাহী, সেক্রেটারি, রাজশাহী মহানগর ছাত্রলীগ, ১৭.

আলাল (৫৫), পিতাঃ মেরাজ মন্ডল, বুধপাড়া, মতিহার, রাজশাহী, ১৮, আব্দুল মোমিল (৪৭), পিতাঃ অজ্ঞাত,ঠিকানাঃ কাদিরগঞ্জ, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর, ১৯. তৌহিদুল হক সুমন (৪২), পিতাঃ অনাত, ঠিকানাঃ সিরোইলকলোনী, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর, ২০. মাহতাব উদ্দীন (৫০), পিতার অজ্ঞাত, ঠিকানা টিকাপায়া, রাজশাহী,২৩ নং ওয়ার্ড কাউন্সিলর, ২১. সরিফুল ইসলাম বাবু (৫০), পিতা, মৃত মহিউদ্দীন সরকার, কুমারপাড়া, ঘোড়ামারা,রাজশাহী, ১২নংওয়ার্ড কাউন্সিলর, ২২. নিজামুল আলীম (৫০), পিতাঃ আফসার, শিরোইল, বোয়ালিয়া, রাজশাহী, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর, ২৩, গোলাম কিবরিয়া (৪০), পিতা ইসরাফিল, বুধপাড়া, মতিহার, রাজশাহী সাবেকসভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৪. খন্দকার আরিফুল ইসলাম টাইগার (৪৫), পিতা: শামসুল আলম বাবু, লক্ষীপুর টিবি হাসপাতালের কোয়ার্টার, রাজপাড়া, রাজশাহী, যুবলীগ নেा ওয়ার্ড, ২৫.রাবেংশ (৩৫), পিতাঃ মেরাজ মহল, বুধপাড়া, মতিহার, রাজশাহী, ২৬ মহিদুল ইসলাম মোস্তফা (৪০), পিতাঃআব্দুল খালেক, শিল্পীপাড়া, শাহ, রাজশাহী, ২৭. শাহাদত হোসেন সাহু (৫৫), পিতাঃ মৃত ময়েজ উআমচত্ত্বর, নওদাপাড়া, ১৭ নং গার্ড কাউপি, ২৮. হাসান (৪১), পিতাঃ অজ্ঞাত, জন্য,চন্দ্রিমা,রাজশাহী, ডিবির সাবেক বহিষ্কৃত কর্মকর্তা ২৯. কানু (৫০), পিতাঃ মঞ্জু, ডিংগাডোবা, ঘোলমাহাল,রাজপাড়া, রাজশাহী ৩০, শরিফুল ইসলাম (৪২), পিতামাত দেশের মণ্ডলের মোড় শিরোইল বোয়াশিয়ারাজশাহী সিটি কর্পোরেশন কর্মচারী ৩১. রিমেল হাসান রিপন (২৭), পিতাঃ মির মাখন, দেবি সিংপাড়া, আমবাগান, রাজশাহী, সহ সভাপতি, ঘরলীগ, রাজশাহী মহানগর, ৩২. বোরহান উদ্দীন পাভেল (৩০),পিতাঃ কামরুজ্জামান, চন্ডীপুর, রাজপাড়া, রাজশাহী, যুবলীগ নেতা ৭ নং আর্ড, ৩৩. আশরাফুল ইসলাম জাফর (২৮), পিতাঃ কামরুল নং, দরগাপাড়া, বোয়ালিয়া, রাজশাহী, সেক্রেটারি, ছাত্রলীগ, রাজশাহী কলেজ,৩৪. মোঃ সজিব (৩০), পিতাঃ মুজাদার আলী, বিশিন টিকর, শাহমদুম, রাজশাহী, ৩৫. ববি (৩৫), পিতাঃআব্দুল বাঁচেন, লক্ষীপুর পপুলার ডায়াগনষ্টিক সেন্টানের পিছনে, রাজপাড়া ৩৬. শফিকুজ্জামান শফিক (10), পিতাঃআলতাফ হোসেন, ঠিকানাঃ লক্ষীপুর ভাটাপাড়া, রাজপাড়া, রাজশাহী, পদবীর সাবেক সভাপতি, মহানগর ছাত্রলীগ, ৩৭. সোহেল (৩৫), পিতা- মৃত সোলায়মান, লক্ষিপুর, প্যারমেডিকেল, রাজপাড়া, রাজশাহী, ছাত্রলীগ সহ-সভাপতি,রাজশাহী মহানগর, ৩৮ লিশ (৪০), পিতার নাম মীর ইকবাল, আহম্মদপুর, রাজশাহী, ৩৯. মোঃ আবির (৩০),পিতা: শহিদুল ইসলাম স্বপন, ১০ নং ওয়ার্ড হেমা, ছোট মসজিদ, বোয়ালিয়া, ছাত্রলীগ মহানগর অর্থ সম্পাদক, 80. সাফাত হোসেন (বিভাগ) (৩০), পিতা: অজ্ঞাত, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রলীগ সভাপতি,৪১. আতিকুর রহমান কালু (৫২), পিতাঃ অব্জাক, মুন্সিডাংগা, বোয়ালিয়া থানা আওয়ামী লীগ সভাপত্তি, ৪২,রানা (৩০), পিজা অজান্ত, হামুপুর, বাগানপাড়া, রাজশাহী ৪৩. আনোয়ার হোসেন রাজা (৫০), পিতারঅনাত, শিরোইল, বোয়ালিয়, রাজশাহী 68. রুবেল (৩৫), পিতঃ অম্লত, নিচু ভদ্রা, চন্দ্রিমা, রাজশাহী, ৪৫.আরিফুজ্জামান জারিফ (৫০), পিতার অজ্ঞাত, টিকাপাড়া, বোয়ালিয়, রাজশাহী, শ্রমিকলীগ নেতা ৪৬. রাহোনুর রহমান রয়েল (৩৫), পিতাঃ রমজান আলী, শিরোইল, বোয়ালিয়, রাজশাহী, ৪৭. সেলিম চাকু (৩০), পিতাঃঅলাত, আসাম কলোনী, চন্দ্রিমা, রাজশাহী, ৪৮, সায়েম আলী সমি (৩৮), পিতাঃ শাহাদত হোসেন শাহু, ঠিকানা,আমচত্বর, নওদাপাড়া, রাজশাহী ৪৯ আদান পারভেজ লুলু (৪৫), পিতা জমসেদ আলী, বুলিপাড়া, বোয়ালিয়া,রাজশাহী, বোয়ালিয়া থানার আওয়ামী লীগ সহ-সভাপতি, ৫০. সুকান্ত (২৮), পিতাঃ মহাদেব, বুলনপুরগোয়ালপাড়া, রাজপাড়া, রাজপাড়া থানা ছাত্রলীগের সেক্রেটারি সহ অজ্ঞাত আরো প্রায় ১০০০/১২০০ জন রাজশাহীশহরের আরডিএ মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের নিকট মিছিল লইয়া আসিয়াছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়েরদিকে রওনা দিয়েছে। ইতিমধ্যে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মিছিলটি স্বচ্ছ টাওয়ারের সামনে উপস্থিত হইলেজানতে পারে যে, আওয়ামী সন্ত্রাসীদের মিছিলটি কুমারপাড়া আওয়ামী অফিসে সামনে সমাবেশ করিয়াছে এবং সেখানে মেয়র লিটন ঘোষনা করিয়াছে, আন্দোলনকারীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হইবেএবং তাদের নেতাকর্মীরা বিভিন্ন আক্রমণ ও উসকানিমূলক লেখান দিয়াছে। উক্ত খবর শুনার পর সংঘাত এড়ানোরজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এর নেতাকর্মীরা আলু পট্টি ঘচ্ছ টাওয়ারের সামনে দিয়ে মিছিল সাগর পাড়ারনিকে যাওয়ার মনস্থ করিলে উল্লেখিত আসামীরা কুমার পাড়ার দিক হতে মারমুখী হইয়া বোয়ালিয়া মডেল থানার স্বচ্ছ টাওয়ারের নিকট গত ইং ০৫/০৮/২০১৪ তারিখ দুপুর অনুমান ০১.১০ ঘটিকায় উপস্থিত হইয়া ছাত্র জনতাকেহত্যার উদ্দেশ্যে তাহাদের উপর এলো পাথারী গুলি ও ককটেল বোমা নিক্ষেপ করতে আরম্ভ করে। ফলেবৈষম্যবিরোধী ছাত্রমান্দোলনের নেতাকর্মীরা ছত্রভংগ হইয়া দিক বেদিক ছোটাছুটি করিতে থাকে। এ সময় আসামীমেয়র লিটন, ডাবলু সরকার এর নেতৃত্বে করেন, রাজীব, রনি, মোস্তফা সহ অনেক আওয়ামী সন্ত্রাসীদেরছাত্রজনতার উপর গুলি করতে দেখা যায়। তাদের আক্রমণে মারুফ মর্তুজা, ইব্রাহীম আলী, মারুফ আল হাসান, মেহেদী হাসান সহ অনেক ছাত্র গুলিবিদ্ধ হইয়া পড়িয়া গেলে আমার ভাই মোঃ রায়হান আলী আহতদের চিকিৎসার জন্য উদ্ধার করিতে গেলে আসামী জহিরুল হক রুবেল তার হাতে থাকা রিভলভার দিয়ে আমার ভাই রায়হান আলীকে গুলি করে।

 

 

 

 

 

সর্বশেষ - রাজশাহীর খবর