শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাজশাহী মহানগর ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক:

মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে একাত্তরের ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে রাজশাহী মহানগর ছাত্রলীগ সহ বিভিন্নস্তরের মানুষ।

সোমবার রাত নয়টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর চত্বরে বাংলাদেশ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণার নেতৃত্বে মোমবাতি প্রজ্বলন করা হয়। এসময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মোমবাতি প্রজ্জ্বলন শেষে ডা: অর্ণা জামান বলেন, বিজয় সুনিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙ্গালি জাতিকে মেধাশূণ্য করার লক্ষ্যে দেশ বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করে। বাংলাদেশ যেন কোনদিনই মাথা তুলে দাঁড়াতে না পারে, এজন্য এই ঘৃন্য হত্যাকান্ড চালায়।

তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে। মোমবাতি প্রজ্জ্বলনকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মাদ সিয়াম,সাধারণ সম্পাদক ডা: সিরাজ মবিন সবুজসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।