রাজশাহীতে মোট করোনা আক্রান্ত ৩৪৯২, নগরীতেই ২৬৪১ জন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে মোট করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে আজ শুক্রবার দুপুর পর্যন্ত ৩৪৯২। এর মধ্যে শুধু নগরীতেই আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২৬৪১ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ জন। এর মধ্যে নগরীতেই হলো ১৩ জন। অন্য ১৫ জন বিভিন্ন উপজেলার। এর মধ্যে পবার ৭ জন, বাঘার একজন, চারঘাটের দুই জন, গোদাগাড়ীর তিনজন, মোহনপুরের একজন ওপুঠিয়ায় একজন।

গতকাল বৃহস্পতিবার জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৩৪১৭ জন। সেখানে আজ সেটি গিয়ে দাঁড়িয়েছে ৩৪৯২ জন। আজ রাতে রাজশাহীর দুই ল্যাবের নমুনা পরীক্ষা শেষে এ সংখ্যা আরও বাড়বে বলেই ধরে নেওয়া হচ্ছে।

এদিকে জেলার উপজেলাগুলোর মধ্যে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর মধ্যে বাঘায় ৭২ জন, চারঘাটে ৯৮ জন, পুঠিয়া ৭৬ জন, দুর্গাপুরে ৫৮ জন, বাগমারায় ৬৮ জন, মোহনপুরে ৯৫ জন, তানোরে ৮৮ জন, পবায়২১৩ জন ও গোদাগাড়ীতে ৮৩জন।

স/আর