শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২০ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

Paris
ফেব্রুয়ারি ৮, ২০২০ ১০:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ইংরেজি দ্বিতীয় পত্রের ভুয়া প্রশ্নপত্রসহ নাবিল উৎস (২০) নামে চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শনিবার বিকেলে নগরীর সাধুর মোড় এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত নাবিল নগরীর সাধুর মোড় এলাকার নোমানের ছেলে। তার কাছ থেকে দু’টি মোবাইল, দু’টি সিম কার্ড, একটি মেমোরি কার্ড ও মোবাইল থেকে ১৬ পাতা প্রশ্নপত্রের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজের টাইম লাইনে এসএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রের একাংশ প্রকাশ করে নবিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশনাল ইউনিট সাধুর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ভুয়া প্রশ্নপত্রসহ তাকে আটক করা হয়। তাকে র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাতেই বোয়ালিয়া থানায় সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে মামলা হবে বলেও র‌্যাব-৫ এর ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর