বৃহস্পতিবার , ৭ মার্চ ২০১৯ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার 

Paris
মার্চ ৭, ২০১৯ ৬:২২ অপরাহ্ণ

রাজশাহী সীমান্ত হতে ভারতীয় মদ এবং গাঁজা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুর ১টায় জেলার দামকুড়া থানাধীন চরমাজারদিয়া পশ্চিমপাড়া নামক এলাকায় টহল পরিচালনা এসব উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, চরমাজারদিয়া বিওপি’র হাবিলদার আলাউদ্দিন এবং বিশেষ টাস্কফোর্স (ব্ল্যাক হর্স) এর সহযোগিতায় ৪ জনের একটি বিশেষ টহল দল জেলার দামকুড়া থানাধীন চরমাজারদিয়া পশ্চিমপাড়া নামক এলাকায় টহল পরিচালনা করে। এসময় ৮ বোতল ভারতীয় মদ, ৬০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ১৪,১১০ টাকা।

তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করতে পারেনি টহল দল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও বিজিবি জানায়।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর