রাজশাহীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের পর অগ্নিকাণ্ডে নিহত ৯

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর কাটাখালীতে বাস এবং মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে যাত্রীবাহী একটি হানিফ বাস ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিক থেকে রাজশাহীর দিকে আসছিল। বাস এবং মাইক্রোবাসটি রাজশাহীর কাটাখালির কাপাশিয়া এলাকায় পৌঁছানোমাত্র নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ  হয়। এতে মাইক্রোবাসের ভিতরেই আগুনে পুড়ে নয়জন নিহত হন।

প্রসঙ্গত, সংঘর্ষের পরে মাইক্রোবাসে আগুনে পুড়ে মারা গেছেন ১৭ জন। তাদের মধ্যে মাইক্রোবাস থেকে ১১ যাত্রীর পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া দগ্ধ ছয়জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মাইক্রোবাস থেকে উদ্ধার ১১ লাশের কাউকে চেনা যাচ্ছে না। তবে পুলিশ জানিয়েছে, এই ১১ জনের মধ্যে ৫ জন পুরুষ, ‍৪ জন নারী ও ২ জন শিশু শনাক্ত করা হয়েছে।