রাজশাহীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৮

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে  বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহত নিহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিটিহাট এলাকায় এরফান গ্রুপের ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৯১৩৭) ও খান পরিবহন (নারায়গঞ্জ-জ ০৪-০০১১) নামের বাসটির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক চালক জামাল উদ্দিন (৪০)। তার বাড়ি চাপাইনবাবগঞ্জে। এছাড়া নিহত জামাল এরফান গ্রুপের ট্রাক চালক ছিলেন।

রামেক হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, নিহত ব্যক্তির নাম জামান। তিনি ট্রাকের চালক। এছাড়া আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে সড়ক থেকে সরিয়ে নেয়ার কাজ চলছে। হতাহতরা সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স/আমি