রাজশাহীতে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের গেজেটে নাম অন্তর্ভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি সদস্যরা জামুকার নির্দেশিকা অনুসরণ না করার প্রতিবাদ ও পুনরায় সঠিক যাচাই বাচাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের গেজেডে নাম অন্তভূক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাদপড়া মুক্তিযোদ্ধারা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের মাধ্যমে এই স্মারক লিপি দেয়া হয়। স্মারক লিপি প্রদানের সময় মুক্তিযোদ্ধাদের পক্ষে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ও মুক্তিযোদ্ধার সন্তান রাসিকের প্যানেল মেয়র রজব আলী।

এর আগে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা কোর্ট শহীদ মিনার চত্বরে সমাবেত হয়। সেখানে বক্তব্য রাখেন প্যানের মেয়র সহ মুক্তিযোদ্ধা সংসদের নেতারা।

মুক্তিযোদ্ধারা বলেন, যারা অস্ত্র ধরে শত্রূদের মোকাবেলা করে দেশ স্বাধীন করেছিল, তারাই আজ আসামীর কাঠগড়াই। বিষযটি খুবই ব্যথিত করেছে তাদের। অবিলম্বে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন মুক্তিযোদ্ধারা।

এএইচ/এস