শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে বাজার মনিটরিং করলো শিক্ষার্থীরা

Paris
আগস্ট ৯, ২০২৪ ১১:৫৩ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার পর এবার বাজার মনিটরিংয়ে নেমেছেন শিক্ষার্থীরা। শুক্রবার সকালে তারা সাহেববাজারে যান। এসময় বিভিন্ন পণ্যের দাম যাচাই করেন তারা।

শিক্ষার্থীরা কাঁচাবাজার, পেঁয়াজ-রসুনসহ মসলার দোকান এবং মাছ ও মুরগির দোকানে গিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।

তাদের এ কাজে সহায়তা করেন শিক্ষকরাও। বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গেও বৈঠক করেন শিক্ষার্থীরা।

এসময় ইজারা ফি কমানো, চাঁদাবাজি বন্ধসহ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ব্যবসায়ীরা।

অন্যদিকে বাজারে মূল্য তালিকা ঝোলানো, বাড়তি দাম না রাখার আহ্বান জানান শিক্ষার্থীরা। তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

শিক্ষার্থীরা বলেন, যদি কোনো পণ্যের দাম অযথা বাড়ানো হয়, তবে তারা ব্যবস্থা নেবে।

সর্বশেষ - রাজশাহীর খবর