রাজশাহীতে বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে শীতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১১ জানুয়ারি) রাজশাহীর আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হেলেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত রোববার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল চলতি শীত মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। এর পর তাপমাত্রা ৮ ডিগ্রির ওপরেই ছিল। কিন্তু বুধবার ভোরে রেকর্ড ভেঙে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা।

হেলেন খান বলেন, গত কয়েক দিন ধরে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার ভোর ৫টা থেকে শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। একদিনের ব্যবধানে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। এতে রাজশাহীতে শীতের তীব্রতা বেড়েছে। আজ রাজশাহীর এ মৌসুমের সবচেয়ে শীতলতম দিন হিসেবে স্থান পেয়েছে।