রাজশাহীতে বঙ্গবন্ধু কাপ বক্সিং প্রতিযোগিতা শুরু হচ্ছে ২৬ জানুয়ারি


নিজস্ব প্রতিবেদক:  মুজিব শতবর্ষ উপলক্ষে আগামী ২৬ জানুয়ারি হতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু কাপ বক্সিং প্রতিযোগিতা। নগর ভবন গ্রীণ প্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলা বক্সিং সমিতির উদ্যোগে এই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রতিযোগিতাটি চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা বক্সিং সমিতির সভাপতি তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশন, ঢাকা এর সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম তুহিন, জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন্নবী অনু, রাসিকের ক্রীড়া স্থায়ী কমিটির সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মোমিন, মুসলিম গ্রুপ অব ইন্ডাষ্ট্রির চেয়ারম্যান মোঃ মাসুম সরকার। সঞ্চালনা করবেন জেলা বক্সিং সমিতির সম্পাদক মোঃ শফিউল আজম মাসুদ।

উল্লেখ্য, বিকেএসপি, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সিটি কর্পোরেশনসহ বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশন এর এফিলিয়েটেড ক্লাব সমূহ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

স/জে