রাজশাহীতে বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস আজ। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

 

দিনটিতে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবে। দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও বঙ্গবন্ধুর জন্মদিন পালনে গোটা জাতি স্মরণ করছে।

দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামীলীগের কার্যালয় সংলগ্ন বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে রাজশাহী মহানগর আওয়ামীলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পন শেষে মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন,   সহ-সভাপতি শাহীন আখতার রেণী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার উপস্থিত ছিলেন।

 

এছাড়াও রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স/শ