রাজশাহীতে পুলিশ সদস্যের বিরুদ্ধে সাংবাদিককে পেটানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে কর্মরত এটিএন নিউজের ক্যামেরাপারসন রুবেলকে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। শনিবার বিকেলে পেশাগত কাজের জন্য বাড়ি থেকে বের হলে পুলিশ ধরে জিজ্ঞাসা করেন।

এরপর রুবেল তার পরিচয় দিলেও তাকে লাঠি দিয়ে পেটানো শুরু করেন কাটাখালি থানার এএসআই আরিফের নেতৃত্বে থাকা ২ থেকে ৩জন কনেস্টেবল।

ভূক্তভোগী রবেল বলেন, পেশাগত কাজের জন্য বাড়ি থেকে বের হলে পুলিশ তাকে আটকে দেয়। এসময় নিজের পরিচয় দিলেও এএসআই আরিফ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং সাথে থাকা কনেস্টেবলদের দিয়ে লাঠি দিয়ে পেটাতে বলেন। এসময় তারা মারতে মারতে গাড়িতে ওঠাতে থাকেন বলেও তিনি জানান।

কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান,  এরইমধ্যে উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলে পুলিশ সদস্য আরিফের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এবিষয়ে রাজশাহীর উপ-পুলিশ কমিশনার (পূর্ব ) জয়নুল আবেদীন জানান, ওই পুলিশ কনস্টেবলকে ক্লোজড করা হবে।

এদিকে, করোনা পরিস্থিতির মধ্যেও নগরীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে সার্জেন্ট দিয়ে মোটরসাইকেল ধরে ধরে মামলা দেয়া হচ্ছে বলেও জানা গেছে।

স/আর