বৃহস্পতিবার , ২৫ জুলাই ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে পুলিশি অভিযান, ২৪ ঘণ্টায় আটক ৩৭

Paris
জুলাই ২৫, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে ৩৭ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মহানগর এলাকায় পুলিশি অভিযানে এ ৩৭ জনকে আটক করা হয়েছে। বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়। এর মধ্যে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ১২ জন, রাজপাড়া থানা পুলিশ ২ জন, চন্দ্রিমা থানা পুলিশ ২ জন, মতিহার থানা পুলিশ ২ জন, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ৪ জন, কর্ণহার থানা পুলিশ ১ জন, দামকুড়া থানা পুলিশ ২ জন ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ১২ জনকে আটক করেছে।

যার মধ্যে ৩ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। এছাড়া পুলিশি অভিযানের সময় অন্যান্য অপরাধে ৩৩ জনকে আটক করা হয়েছে। আর ৭৫০ গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ - রাজশাহীর খবর