রাজশাহীতে পাহাড়িয়া সম্প্রদায়ের বোজে উৎসব

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী ক্ষুদ্র নৃগোষ্ঠি পাহাড়িয়া সম্প্রদায়ের “বোজে” উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল রোববার পবার মুশরইল সেন্ট ফ্রান্সিস প্রাথমিক বিদ্যালয় মাঠে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।

উপস্থিত ছিলেন একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য যোগেন্দ্র নাথ সরেন, চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার শ্যামদুয়ার, আদিবাসী গবেষক ও লেখক অভিলাস বিশ্বাস, পারিলা ইউপি ৮নং ওয়ার্ড সদস্য আবুল কাশেম এবং পাহাড়িয়া গ্রামের গ্রাম প্রধান শংকর বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।

এছাড়াও একাডেমির সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু ও সহকারী গবেষণা কর্মকর্তা মোহাম্মদ শাহ্জাহান উপস্থিত ছিলেন। সভায় পাহাড়িয়া সম্প্রদায়ের “বোজে” বিষয়ে অতিথিরা আলোকপাত করেন। সেইসাথে তাদের ভাষা ও সংস্কৃতি পুনরুদ্ধার এবং যে গুলো এখনো চলমান আছে, সেগুলো লালন করার পরামর্শ দেন তারা। সেইসাথে আলোচনার মধ্যে মধ্যে পাহাড়িয়া সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।