রাজশাহীতে পাঁচ দিনে ৯৮ মিলিলিটার বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে পাঁচ দিনে ৯৮ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আরো দুই দিন বৃষ্টি অব্যহত থাকতে পারে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে- গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর থেকে রাজশাহীতে বৃষ্টিপাত শুরু হয়। আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল পর্যন্ত বৃষ্টি অব্যহত রয়েছে। এর মধ্যে ১৪ তারিখ থেকে বৃষ্টি শুরু হলেও ২৪ ঘন্টার হিসেবে পরের দিন শুক্রবার (১৫ অক্টোবর) বৃষ্টিপাত হয়েছে ২৯ মিলিলিটার।

এছাড়া গত শনিবার ১ মিলিলিটার বৃষ্টিপাত হলেও রোববার বৃষ্টিপাত হয়েছে ২৩ মিলিলিটার। সোমবার বৃষ্টিপাত হয়েছে ১৪ মিলিলিটার ও সর্বশেষ আজ মঙ্গলবার গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৩১ মিলিলিটার।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক এসএম রেজায়ানুল হক জানান, বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে আরো দুই দিনের পূর্বাভাস দেওয়া আছে। আকাশে মেঘ রয়েছে কখনও গুড়ি গুড়ি আবার কখনও মাঝি বৃষ্টিপাত হাওয়ার সম্ভাবনা রয়েছে।

স/আ