রাজশাহীতে পাঁচ দফা দাবিতে ছাত্রমৈত্রীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রাজশাহীতে শিক্ষক দিবস উপলক্ষে পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মহানগর ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা। শনিবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মহানগর সাহেব জিরোপয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেন তারা। মানববন্ধনে পাঁচ দফা দাবি জানানো হয়।

দাবিগুলো হলো, অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় গুলাে খুলে দিয়ে ক্লাস – পরীক্ষা গ্রহন করাে, শতভাগ শিক্ষার্থীকে করােনা টিকা দিয়ে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাে, করােনাকালীন সময়ের ন্যূনতম ৫০ % বেতন ও সেশন ফি মওকুফ করাে, সকল শিক্ষার্থীর জন্য চাকরীতে আবেদনের বয়স বৃদ্ধি করা।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরওয়াকাস পাটির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি অসিত পাল, রাজশাহী মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমান সহ অনেকে।