রাজশাহীতে পদ্মা দূষণরোধে পরিবেশ আন্দোলনের কর্মসূচি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: পদ্মা দূষণরোধে নদীর তীর থেকে প্লাস্টিক ও পলিথিন দ্রব্যাদিসহ সকল প্রকার বর্জ্য অপসারণ করতে সাধারণ দর্শনার্থীদের সচেতন করছে পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ রাজশাহী নামের একটি সংগঠন। এছাড়া সিটি করপোরেশন প্রদত্ত ডাস্টবিনে বর্জ্য ফেলার ব্যাপারে উৎসাহিত করতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সংগঠনটি। তৃতীয় দিনের মতো নগরীর সিলিকন সিটি পদ্মা আইবাঁধ এলাকায় প্লাস্টিক ও পলিথিন দ্রব্যাদিসহ সকল প্রকার বর্জ্য অপসারণ করা হয়।

পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের এই কর্মসূচিতে রাজশাহীবাসী’র সদস্য সচিব নাজমুল হোসেন রাজুর সভাপতিত্বে অংশ নেন- স্বাধীনতা চর্চা কেন্দ্রের আহ্বায়ক ডা. মাহফুজুর রহমানের রাজ, পরিচ্ছন্ন রাজশাহীর আহ্বায়ক রফিকুল হক সেন্টু ও বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র আহ্বায়ক আসলাম-উদ-দৌলা।
কর্মসূচি থেকে বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক সীমান্ত বায়তনে প্রবেশের জন্য দর্শনার্থীদের কাছে ৫ টাকা করে টিকিট মূল্য নির্ধারণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ।

 

স/শা