রাজশাহীতে নারী নির্যাতন বন্ধে পথসভা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পালিত হলো ১৬ দিনব্যপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। ‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসন ভবনের সামনে এক পথসভার আয়োজন করা হয়।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, এডিসি শরিফুল হক, রাজশাহী মহিলা বিষয়ক কর্মকর্তা শবনম শিরিন , জেলা মহিলা লীগের সভাপতি মর্জিনা পারভিন প্রমুখ নেতৃবৃন্দ এতে অংশ নেন। পথসভায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবি বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা নারী নির্যাতন বন্ধ ও প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন। সভায় বক্তারা নারী নির্যাতন মুক্ত, সমাজ, দেশ, রাষ্ট্র গঠনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

স/আর