নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর নতুন বুধপাড়া এলাকায় এক নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসা নির্মাণের নামে ওই নারীর বাড়ির প্রাচীর কাজ জোর করে বন্ধ করে দেয়া হয়েছে। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন অফিসে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন করেন উম্মে হানি নামের ভূক্তভোগী ওই নারী।
তিনি লিখিত বক্তব্যে করেন, নগরীর নতুন বুধপাড়া এলাকায় প্রায় চার বছর আগে সোয়া ছয় কাঠা জমি কেনেন তিনি। এর পর তিনি সেখানে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। এরই মধ্যে গত কয়েকদিন আগে সেখানকার স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক তার জমির সীমানা প্রাচীরের কাজ বন্ধ করে দেন। এছাড়াও তাকে বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি দেয়া হয়। এরই মধ্যে ওই নারী আজ মঙ্গলবার সকালে শ্রমিক দিয়ে আবারও প্রাচীর নির্মাণকাজ শুরু করলে মোজাম্মেল ৫০ থেকে ৭০ জন কাজ বন্ধ করে দেন।
ওই নারী লিখিত বক্তব্যে আরও উল্লেখ করেন, তার জমির কিছু অংশ না দিলে সীমানা প্রাচীর ভেঙ্গে দেওয়ার এবং তাকে ইজ্জতহানি ও মারপিটের হুমকিও দিয়েছেন মোজাম্মেল এবং তার লোকজন । এ নিয়ে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন।
স.আর