রাজশাহীতে দেড় হাজার ছাড়ালো করোনা রোগী

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে একদিনে আরও ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫১২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২২ জন। মারা গেছেন ৭ জন। এদিকে গত ২৪ ঘন্টায় নগরীতেই করোনা রোগী বেড়েছে ২১ জন। এ নিয়ে নগরীতে মোট করোনা রোগী দাঁড়ালো ১১৫৬ জন। আগের দিন ছিলো ১১৩৫ জন।

গতকাল শুক্রবার পর্যন্ত রাজশাহী জেলায় আক্রান্তের সংখ্যা ছিলো ১৪৬৯ জন। সেখানে একদিনে বেড়ে হলো ১৫১২ জন। অর্থাৎ একদিনে আরও ৪৩ জন রোগী বেড়েছে এই জেলায়।

আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে রাজশাহীর সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুলের মৃত্যু

জেলার উপজেলাগুলোতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমান্বয়ে। জেলার ৯টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত পবাতে। এখানে মোট আক্রান্ত ৯২ জন। তবে পবার আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দাই বেশি। এছাড়াও চারঘাটে ৩৩ জন, বাঘায় ৩৩ জন, পুঠিয়ায় ২১ জন, দুর্গাপুরে ২২ জন, বাগমারায় ৩৯ জন, মোহনপুরে ৫৪ জন, তানোরে ৪৮ জন ও গোদাগাড়ীতে ১৪ জন।

 

আরও পড়ুন:

রাজশাহী বিভাগে শতাধিক মৃত্যুসহ শনাক্ত ৮ হাজার ছাড়িয়েছে

স/আর