রাজশাহীতে দুই কোটি টাকার হেরোইনসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা থেকে ২ কেজি হিরোইনসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। জব্দকৃত হেরোইনগুলোর আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। আজ রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়। পরে র‌্যাব আটককৃত ব্যক্তিদের র‌্যাব কার্যালয়ে নিয়ে যায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাবের দায়িত্বরত কর্মকর্তারা।

র‌্যাব জানায়, অভিযানের সময় হেরোইন-০২ কেজি, (২) মাইক্রোবাস-০১টি, (৩) গাড়ীর কাগজপত্র-০১ সেট, (৪) ড্রাইভিং লাইসেন্স-০১ সেট, (৫) মোবাইল-০৩টি, (৬) সীমকার্ড-০৪টি, (৭) নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় আসামী শ্রী প্রদীপ কুমার (৪৫), পিতা-মৃত নিমাইচন্দ্র, সাং-নামাজগড় ডালপট্টি (ওয়ার্ড নং-৫), থানা+জেলা-বগুড়া এবং ওবায়দুর রহমান (২৬), পিতা-মোঃ শাজাহান আলী, সাং-কাদিপুর (ওয়ার্ড নং-৯), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয়‘কে গ্রেফতার গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে প্রকাশ-র‌্যাবের গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ০৩ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হিরোইনসহ ০১টি সাদা মাইক্রোবাসযোগে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা হতে শাহমখদুম থানাধীন আমচত্বর হয়ে নওগাঁ রোডের দিকে আসছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল রাজশাহী মহানগরী শাহমখদুম থানাধীন আমচত্বর হতে নওগাঁগামী রোড ওমরপুর গ্রামস্থ রাস্তার পশ্চিম পার্শ্বে মাহিদ্রা গাড়ীর শো-রুমের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালে একই তারিখ উক্ত ঘটনাস্থলে ০১ টি সাদা রংয়ের মাইত্রোবাস আসলে থামানোর সংকেত দেওয়ামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই ০২ জনকে মাইক্রোবাসসহ আটক করা হয় এবং অপর ০১ জন মাইক্রোবাসের দরজা খুলে কৌশলে দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ধৃত আসামীদেরকে পলাতক আসামীর নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তাহার নাম মোঃ মিজানুর রহমান (২৫), পিতা-মোঃ এনামুল হক, সাং-আচুয়াভাটা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী বলে জানায়।

আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা বগুড়া হতে মাইক্রোবাস নিয়ে রাজশাহী আসে হেরোইন সংগ্রহ করতে। রাজশাহীর গোদাগাড়ী হতে হেরোইন সংগ্রহ করে তারা জামালপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ হেরোইন সরবরাহ করে থাকে এবং ইতিপূর্বে আরো কয়েকবার এ পন্থায় মাদক সরবরাহ করেছিল বলে জানায়।