রাজশাহীতে তিন দিনব্যাপী প্রামাণ্য চলচ্চিত্রনির্মাণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রামান্য চলচ্চিত্রনির্মাণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। নগরীর কাজলাস্থ হেরিটেজ আর্কাইভসে শুক্রবার বিকেলে রাজশাহী ফিল্ম সোসাইটি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুল।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটন, চলচ্চিত্র অনুরাগী হাসেম সুফি, বরেন্দ্র ফিল্ম সোসাইটির সভাপতি সুলতানুল ইসলাম টিপু। মূখ্য আলোচক হিসেবে কর্মশালা পরিচালনা করেছেন, কানাডিয়ান প্রবাসী প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল। কর্মশালায় সহযোগী হিসেবে ভূমিকা পালন করছেন সহযোগী প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা ফাহমিদা সুমি।

কর্মশালায় রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২০ জন তরুণ অংশগ্রহণ করেছেন। আগামী ২২ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে।

 

স/শা