রাজশাহীতে তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে তাপমাত্রা কমেছে। ফলে শীত অনুভূত হচ্ছে। গত কয়েকদিনের তুলনায় কমেছে তাপমাত্রা।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আবদুস সালাম জানান, গত মঙ্গলবারের (১২ জানুয়ারি) তুলনায় বুধবার (১৩ জানুয়ারি) তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রির বেশি। আর দিন শেষে মেলিনে সূর্যের দেখা।

অন্যদিকে, মঙ্গলবার (১২ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৪ দশমিক ৫। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আদ্রতা ছিলো ৯৭ শতাংশ ও সন্ধ্যায় ৮২ শতাংশ। গত সোমবার (১১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।