রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি আজ থেকে

নিজস্ব প্রতিবেদক:


আজ রোববার থেকে রাজশাহী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু। সকাল ১০ টা থেকে রাজশাহী নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পণ্য বিক্রি শুরু হয়।

টিসিবির রাজশাহী কার্যালয়ের গুদাম কর্তকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, বন্যা ও করোনার কারণে টিসিবির পণ্য দিচ্ছে সরকার। প্রথম অবস্থায় চিনি, সয়াবিন তেল, মসুর ডাল, পেঁয়াজ বিক্রি করা হবে। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। রাজশাহী জেলা ও মহানগর মিলে ৮২ জন ডিলার রয়েছে। রাজশাহী নগরের কোর্ট স্টেশন, তালাইমারী, নওদাপাড়া, চিড়িয়াখানার সামনে, সাহেববাজার ভুবন মহোন পার্কে।

প্রতিটি ডিলার পাবেন ৬০০ কেজি চিনি, তেল ৮০০ লিটার, ডাল ৫০০ কেজি, পেঁয়াজ ৩০০ কেজি। একজন ক্রেতা সবগুলো জিনিস ২ কেজি করে নিতে পারবেন। শুধু তেল ৫ লিটার নিতে পারবেন।

স/আ