রাজশাহীতে জাতীয় দুই হকি খেলোয়ারের মৃত্যুবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় দলের সাবেক হকি খেলোয়ার, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মরহুম রবি উদ্দিন আহমেদ মিন্টুর ২৩তম এবং মরহুম শামীম রেজা শামীম এর ১৫তম মৃত্যবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী বৈকালী সংঘেল আয়োজনে নগরীর সিএন্ডবি মোড় হতে র‌্যালি বের হয়ে লক্ষ্মীপুর হয়ে গুরুত্বপূর্ণ  সড়ক প্রদক্ষিণ শেষে সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী অনু, বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী সদস্য তৌফিকুর রহমান, বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাবু, বৈকারী সংঘের মিন্টু-শামীম মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটি আহ্বায়ক এস.এম. সালাহ্ উদ্দীন রতন, ত্রীড়া সংগঠক হাসনাত হোসেন জন, আসাদুজ্জামান, তাহেরুল ইসলাম, আশরাফুল ইসলাম শিশু ও আজাদসহ বৈকালী সংঘের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম দুই জাতীয় হকি খেলোয়ার ছিলেন রাজশাহী তথা দেশের গর্ব। তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেন। এই দুই কৃতি খেলোয়ার অকালে মৃত্যুতে দেশের হকিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। জাতীয় এই দুই হকি তারকাকে সারাজীবন মানুষের মনের কোঠায় ঠাঁই করে রাখতে রাজশাহীতে নবনির্মিত বি.কে.এস.সি-তে যে এ্যাস্টো টার্ফ হবে তা এবং রাজশাহী জেলা স্টেডিয়ামের ভিআইপি গ্যালারী রবির নামে করার জোর দাবী জানান তারা।

এস/আই