রাজশাহীতে চিকিৎসক, পুলিশসহ কারারক্ষী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে আরো দুইজন চিকিৎস, ৮জন পুলিশের সদস্য ও একজন কারারক্ষী করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রামেক হাসপাতালের ল্যাবে অন্যান্যদের সাথে তাদেরও নমুনা পরীক্ষা করা হয়।

আক্রান্ত চিকিৎসকেরা হলেন, ডাক্তার মোমেনা খাতুন ও ডাক্তার সাকলাইন। এদের মধ্যে ডাক্তার সাকলাইনের নমুনা এর আগেও পরীক্ষা করা হয়েছিল। এবার আবারো তার করোনা পজিটিভ রিপোর্ট আসলো।

আর করোনা আক্রান্ত রাজশাহীর পুলিশের সদস্যরা হলেন, শ্রী বিকাশ চন্দ্র, ইকবাল হোসেন, প্রদিপ কুমার মণ্ডল, মাসুদ রানা, মাজেদুর রহমান, উম্মে রুম্মান, তোবারক হোসেন, শাহান সুলতানা।

এদিকে প্রথম বারের মতো রাজশাহী কেন্দ্রীয় কারাগার সংশ্লিষ্ট কারো করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই কারারক্ষীর নাম সৈয়দ মাসুদ আলী (৩৮)। তিনি মেডিকেল ইনচার্জের দায়িত্বে আছেন। তবে বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। সম্প্রতি তার ডায়াবেটিস ধরা পড়ে।

স/রা