শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২০ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে চার ভুয়া পুলিশ গ্রেফতার

Paris
ফেব্রুয়ারি ৮, ২০২০ ২:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: 

পুলিশের পোশাক পড়ে ছিনতাইকালে চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতের তাদের গ্রেফতার করা হয়েছে বলে কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, হরিয়ানের সু্ইচারন এলাকার আবদুল মতিনের ছেলে রুহুল আমিন (২০), মুকবেলের ছেলে নিলয় (২০), জামাল উদ্দিনের ছেলে সাগর (২১) তারা একই এলাকার বাসিন্দা। এছাড়া রূপসীডাঙ্গা এলাকার জামাল হোসেনের ছেলে শ্রাবন (২০)।

ওসি জিল্লুর রহমান জানায়, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে সুইচারণ এলাকার একটি রাস্তায় চেকপোস্ট বসায় তারা। এসময় তারা নিজেদের জেলা পুলিশ পরিচয় দেয়। সেই রাতেই পাঁচটি মোবাইল ফোন ছিনতাই করে তারা। এই ঘটনার পরে ভুক্তভোগিরা থানায় অভিযোগ করে।

অভিযোগের ভিত্তিতে একই রাতে অভিযান চালিয়ে পুলিশ ওই চারজনকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের থেকে পাঁচটি মোবাইল ফোন ও পুলিশের জ্যাকেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে ওসি জিল্লুর রহমান জানান।

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর